ঝাঁজ কমেছে পেঁয়াজের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
গত সপ্তাহে চড়া থাকলেও এ সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজিতে। অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতারা বলছেন, জিনিস-পত্রের দাম আরো কমা দরকার।
ধানমন্ডি থেকে নিউমার্কেটে বাজার করতে আসা ব্যাংকার আসমা জেসমিন বলেন, পেঁয়াজের দাম এখনো বেশি। ৮০-৯০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। দাম ২৫-৩০ টাকা হলে বলা যাবে দাম কমেছে। প্রতিটি জিনিসই বেশি দোমে কিনতে হচ্ছে। একমুঠ শাক কিনছি ৩০ টাকায়। তবু বলা হচ্ছে দাম কমেছে। বিষয়টি তো ঠিক নয়।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার সরজমিনে রাজধানীর মালিবাগ, পরীবাগ, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ টাকা।
সবজি বাজারে দেখা গেছে, প্রতি পিস বাধাকপি ২০ টাকা থেকে ২৫ টাকা, প্রতি পিস ফুলকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, পটল ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৪৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ২০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৫০ টাকা, মূলা ২০ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা।
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০ টাকা, লাল কোরাল মাছ ৪৫০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) ৮০০ টাকা ও ছোট ৭০০ টাকা, কালো রূপচাঁদা ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০ টাকা, লইট্টা মাছ ১৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, আইড় ৫০০ টাকা, বোয়াল ৩০০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, তেলাপিয়া বড় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১২৫ টাকা, খোলা সয়াবিন ৮০-৮২ টাকা, পাম ৭৬-৭৮ টাকা, চিনি কেজি ৬০ থেকে ৬২ টাকা, ছোলা ৮০ টাকা, খেজুর ১৩০ থেকে ১৬০ টাকা, বেসন ৬০ টাকা, আদা দেশি ২০০ টাকা ও চীনা আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুন প্রতি কেজি ৮০ টাকা, আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকা।
