ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১০:৪৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউপি নির্বাচন: একই ওয়ার্ডে ননদ-ভাবির ভোটযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন ননদ-ভাবি। 

উপজেলার পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে একই পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ননদ-ভাবি পৃথকভাবে ভোটারদের নজর কেড়েছেন। 

প্রার্থীরা হলেন, ননদ লাইলী বেগম সালাইনগর গ্রামের আশকান আলীর স্ত্রী এবং শিলা খাতুন তার খালাতো ভাই সুমন আলীর স্ত্রী। তারা দুজনই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দায় এবং পাশাপাশি বাড়িতে বসবাস করেন। 

জানা গেছে, পাঁকা ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ননদ লাইলী বেগম বক প্রতীক ও ভাবি শিলা খাতুন কলম প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। 

জয়ী হতে দুজনই মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ কাউকেই ছাড় দিতে রাজি না।

দিন-রাত ভোটের মাঠে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার করা হচ্ছে। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলে জানান ননদ লাইলী বেগম।

ভাবি শিলা খাতুন জানান, এ ব্যাপারে কাউকেই ছাড় নয়। আশা করি জয় আসবে।