স্বর্ণপদক ঘরে তুললেন শিরিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার
জাতীয় অ্যাথলেটিকস মিটের ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন শিরিন আক্তার। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া মিটে এই সাফল্য ঘরে তুলেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। সোনার সাফল্য পেতে তিনি সময় নিয়েছেন, ২৫.৫৬ সেকেন্ড।
এটি শিরিনের ২০০ মিটারে চতুর্থ স্বর্ণ। এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সুস্মিতা ঘোষ রুপা পদক জিতেছেন ২৬.১৯ সেকেন্ড সময় নিয়ে।
দারুণ এই সাফল্য পেয়ে খুশি শিরিন আক্তার বলেন, ‘অবশ্যই এই সাফল্য আমার কাছে খুবই ভালোলাগার। যদিও আমার প্রিয় ইভেন্ট ১০০ মিটার। কিন্তু দলের স্বার্থে খেলতে নেমে সাফল্য পেয়ে বেশ ভালোই লাগছে। আশা করছিেএ সফলতা ভবিষ্যতের জন্য খুবই কাজে আসবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী শিরিন আক্তার। এ বছর পরীক্ষাও দিচ্ছেন তিনি। তাই পরীক্ষা শেষ করে বিকাল তিনটায় অনুশীলন করতেন শিরিন। অনেক কষ্ট করেছেন সেরার মুকুট ধরে রাখতে। শুনুন শিরিনের মুখ থেকেই, ‘এবার এই খেতাব ধরে রাখতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এ জন্য আমি নৌবাহিনী ও কাফী স্যারকে ধন্যবাদ।’ তখনো সময়টা হয়তো জানে না শিরিন।
তবে টাইমিংয়ের যে উন্নতি হয়েছে সেটা বুঝতে পেরেছিলেন, ‘আমার মনে হয় টাইমিংয়ে উন্নতি হয়েছে। এটাই আমার চাওয়া ছিল।’ শিরিনের আগের টাইমিং ছিল ১২.২০ সেকেন্ড। অলিম্পিকের পর নিজেই একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন বলে জানান শিরিন, ‘আসলে অলিম্পিক গেমসে খেলাতেই একটি চ্যালেঞ্জ দাঁড়িয়ে গিয়েছিল সেরার মুকুট ধরে রাখার। চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই ছিল। তা ধরে রাখতে পেরে আমি খুশি।’
