বিশ্বে প্রায় ১০ লাখ নারী ফিস্টুলায় ভুগছে, দেশে ২০ হাজার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৪৬ এএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
প্রতীকী ছবি
বর্তমানে বিশ্বে প্রায় ১০ লাখ নারী ফিস্টুলা রোগে ভুগছে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ২০ হাজার নারী। বিশ্বে প্রতি বছর প্রায় ৫০ হাজার নতুন রোগী যোগ হচ্ছে এ তালিকায়। সেখানে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ২ হাজার নতুন রোগীর নাম থাকছে। এ পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির সঙ্গে বাল্যবিয়ে রোধ ও কম বয়সে গর্ভধারণ না করার ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে।
রবিবার দুপুরে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘ফিস্টুলা রোগী শনাক্তকরণ’ অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ ও ল্যাম্ব হাসপাতালের এফআরআরইআই প্রকল্পের কারিগরি সহায়তায় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় ফিস্টুলা রোগ কী, আক্রান্তের কারণ, বর্তমান পরিস্থিতি, শনাক্তের উপায়, চিকিৎসাসেবা ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আবদুল মোতালেব সরকার।
রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা. শেখ মো. সাইদুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরআরইআই প্রজেক্ট (ল্যাম্ব) ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন। ফিস্টুলা রোগ সম্পর্কিত ধারণাপত্র তুলে ধরেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডা. তাহারিমা হোসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রউফ শাহ্, মহিলাবিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক সেলোয়ারা বেগম, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল মতিন প্রমুখ।
