ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৫:০৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) শুরু হবে আগামী ২৯ নভেম্বর। এতে অংশ নেবেন ২১ হাজার ৫৬ জন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিএসসি।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে আগামী ৭ ডিসম্বর পর্যন্ত।

পিএসসি আরও জানায়, চলতি বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে মোট ২১ হাজার ৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে কমিশন।

পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা অলংকার ব্যবহার এবং ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবে না। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।