ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৭:১০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা-বাবার পরে চেয়ারম্যান হলেন মেয়ে সাফিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

কৃষ্ণনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাফিয়া পারভীন। ছবি: সংগৃহীত

কৃষ্ণনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাফিয়া পারভীন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির (জাপা) নেতা মোশাররফ হোসেন। তারপর চেয়ারম্যান হন মোশাররফের স্ত্রী আকলিমা খাতুন। এবার লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান হলেন মেয়ে সাফিয়া পারভীন। গতকাল রোববার  ৩৬৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কৃষ্ণনগর ইউনিয়ন প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের শ্যামলী রানী পেয়েছেন ৩৮৫ ভোট, ঘোড়া প্রতীকের রবিউল্লাহ্ বাহার পান ৬৮৭৫ ভোট। লাঙল প্রতীক নিয়ে সাফিয়া পারভীন পান ৭২৩৮ ভোট।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ কার্যালয়ের সামনে সাফিয়া পারভীনের বাবাকে গুলি করে হত্যা করা হয়। এরপর ১৫ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা আব্দুল জলিল গাইনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে গ্রামবাসী। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ইউনিয়নটির উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীকে জয়লাভ করেন সাফিয়ার আকলিমা খাতুন লাকী।