ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৮:৪০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যশোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরে যৌতুকের কারণে অন্তঃসত্ত্বা স্ত্রী হালিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী আকিমুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক আকিমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। হালিমা খাতুন যশোরের বেনাপোলের পুটখালি গ্রামের লিয়াকত আলীর মেয়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, দণ্ডিত আকিমুল ইসলাম যৌতুকের কারণে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে হালিমাকে মারপিট করেন। এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের নামে গত ২০১৩ সালের ১ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিররুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামের ফাঁসির রায় ঘোষণা করেন।