ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২১:২৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।শনিবার (৪ ডিসেম্বর) ভোরে দেশটির অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড়ের সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলোর উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী এরই মধ্যে মাছ ধরতে সাগরে গেছেন, তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভারতের রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে।