ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৭:১৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেল্টা-বিটার তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ওমিক্রন ডেল্টা ও বিটার তুলনায় তিনগুণের বেশি শক্তিশালী বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। ডেল্টা-বিটার তুলনায় করোনার নতুন এই ভেরিয়েন্ট তিনগুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে সক্ষম। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা প্রাথমিক এক সমীক্ষায় এ কথা জানিয়েছেন।

বিজ্ঞানীরা জানান, এই ফলাফল পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন তথ্য-উপাত্ত এবং প্রথম মহামারি সংক্রান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্বের সংক্রমণ থেকে ইমিউনিটি এড়াতে ওমিক্রনের সক্ষমতা যাচাই করে।

রিভিউয়ের আগে এই গবেষণা প্রতিবেদন মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে। তবে এখনও গবেষণাপত্রটির পর্যালোচনা শেষ হয়নি।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৭ নভেম্বর পর্যন্ত আক্রান্ত ২৮ লাখ লোকের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনঃসংক্রমিত হয়েছেন। পুনরায় সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয় ৯০ দিনের ব্যবধানে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হলে।

দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডোমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড এনালাইসিস পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে লিখেছেন, ‘সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের ক্ষেত্রে হয়েছে যাদের প্রাথমিক সংক্রমণ পূর্ববর্তী তিনটি করোনা ঢেউকালীন সময়ে ঘটেছে। এদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তরা বেশি পুনঃআক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘যাদের পূর্ব সংক্রমণের ইতিহাস রয়েছে এবং ওমিক্রন সংক্রমণের তীব্রতার সঙ্গে সম্পর্কিত তাদের ডাটা জরুরিভাবে প্রয়োজন।’ সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর।