ভারতে ওমিক্রন আতঙ্ক, মুম্বাইয়ে ১৪৪ ধারা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১১ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ভারতে দিন দিন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জনের দেহে ওমিক্রন ধরা পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মুম্বইয়ে। সংক্রমণ রোধে এ রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ভারতের গণমাধ্যমগুলোর তথ্য মতে, এ রাজ্যে ২ দিনের জন্য কোনও বড় জমায়েত, মিছিল করা যাবে না। শনিবার (১১ ডিসেম্বর) থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৪৮ ঘণ্টার জন্য। এই নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে।
এর আগে শুক্রবার (১০ ডিসম্বের) সাড়ে তিন বছরের এক শিশুসহ নতুন করে ৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তাদের মধ্যে ৩ জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর ধারাবাহিকভাবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়া টুডে
