রাজধানীর বাংলামটরে ১০ তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২১ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
রাজধানীর বাংলামটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ১০ তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
