নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন দুই সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ নরওয়ের অসলোতে শান্তিতে অর্জন করা নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।
শুক্রবার (১০ই ডিসেম্বর) তারা পুরস্কারগ্রহণ করেন।
‘কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতার জন্য সাহসী লড়াই’ করার কারণে এই দুই সাংবাদিক এ বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ফিলিপাইনের রদ্রিগো দুতার্তের সরকারের মানবাধিকার লঙ্ঘন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকতা করায় দুইজনই নিগ্রহের স্বীকার হয়েছিলেন।
পুরস্কার গ্রহণ করার পর বক্তৃতায় মারিয়া রেসা বলেন, 'তিনি সত্যের জন্য লড়াই করে নিগ্রহের স্বীকার হওয়া সব সাংবাদিকের প্রতিনিধি।'
অন্যদিকে মুরাতভ মন্তব্য করেছেন, বর্তমানে বিশ্ব স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে।
এ বছরের অক্টোবরে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল প্রাইজ সুইডেনে দেয়া হলেও শান্তিতে নোবেল দেয়া হয় অনলাইনে। অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার কমিটি পুরস্কার ঘোষণার সময় জানিয়েছিলেন মুক্ত, স্বাধীন ও সত্য ভিত্তিক সাংবাদিকতার দূর্যোগ পূর্ণ সময়ে সাংবাদিকরা এ পুরস্কার জিতলেন। ১৯৩৫ সালের পর জার্মানির কার্ল ফন অসিয়েত্স্কি শান্তিতে নোবেল জয়ের পর সাংবাদিকতায় নোবেল জিতেন রেসা ও মুরাতভ।
