ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৮:৫৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভুটানকে উড়িয়ে দিলো বাংলার মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে প্রথম ম্যাচে গোল শূন্য ড্র'তে পয়েন্ট ভাগাভাগি করলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে ভুটানকে। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরুর দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ভুটানকে হারিয়েছে ৬-০ গোলে। জোড়া গোল করেন শাহাদা আক্তার রিপা ও তহুরা খাতুন। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন তহুরা। এরপর ৪১ মিনিটের মাথায় ২-০ তে এগিয়ে যায় মনিকা চাকমার গোলে।

বিরতির আগে আবারও গোল পায় বাংলাদেশ। ৪৭ মিনিটের সময় শাহেদার বাড়িয়ে দেয়া বল হেডে গোল করেন তহুরা।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতিয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে হাঁপিয়ে ওঠে ভুটানের মেয়েরা। এর খেসারৎ গোলরক্ষক কারমা ইউদেনের হাত ফসকে বল চলে যায় জালে।

এরপর গোলরক্ষক পরিবর্তন করেও লাভ হয়নি। আরও দুটি গোল হজম করতে হয়। ৭০ মিনিটের সময় বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের শেষ মিনিটে গোল করেন মারিয়া মান্দা।

দলের পক্ষে দুটি করে গোল করেন রিপা ও তহুরা খাতুন এবং একটি করে গোল করেন ঋতু পর্ণা চাকমা ও মারিয়া মান্দা৷

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে টেবিলে সবার উপরে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে তহুরা-মান্দারা। শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।