লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার সফল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জোড়া লাগা শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য প্রথম ধাপের অস্ত্রোপচার সফল হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। তিন ঘণ্টাব্যাপী চলা এই অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন ৩২ জন দক্ষ চিকিৎসক।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল উল হক।
তিনি বলেন, আজ শিশুদের প্রথম ধাপের অস্ত্রোপচার করেছি। মূল অপারেশনে যেতে আরেকটু সময় লাগবে। তাদের শরীরে পর্যাপ্ত টিস্যু না থাকায় চামড়ার নিচে দুটি সিলিকন বল স্থাপন করা হয়েছে।
ডা. আশরাফুল উল হক বলেন, আশা করি শিশু দুটির যোনিদ্বার ইনজুরি ছাড়াই পৃথক করতে পারব। যোনিদ্বার পৃথক করার ৬ থেকে ৮ সপ্তাহ পর মূল অপারেশন করা হবে।
নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা আক্তারের সন্তান লাবিবা-লামিসা।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগা তোফা-তহুরা ও ২০১৯ সালে রাবেয়া রোকাইয়াকে সফলভাবে আলাদা করা হয়।
