ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৩:৩৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৩৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৮০ হাজার পাঁচজনে। এদিকে গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত তিনজনের মধ্যে পুরুষ দুজন ও একজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ।