শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের দ্রুত বিচারের দাবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ঘাতক ও পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার সকাল ১১টায় ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড জাতির সামনে তুলে ধরতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠনের আহ্বান জানান।
ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, বিএফইউজের সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামীদ, ইব্রাহীম খলিল খোকন, জুবায়ের রহমান চৌধুরী, সাব এডিটর কাউন্সির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পরিচালক মোশাররফ হোসেন, ড. জহিরুল ইসলাম, মানিক লাল ঘোষ, জাহাঙ্গীর বাবু, হুমায়ুন মুজিব প্রমুখ।
