ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৩:৩৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে আবারও বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাবিশ্বে ৭ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৩৮২ জন। যা আগের দিনের থেকে মৃত্যু প্রায় আড়াই হাজার এবং আক্রান্ত প্রায় পৌনে দুই লাখের মতো বেড়েছে।

এখন অবদি করোনায় সারাবিশ্বের মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৩৬ হাজার ৪০৮ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে। বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপরই দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্র করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ১০৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন আক্রান্ত এবং ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন মারা গেছেন।

অন্যদিকে রাশিয়া দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৪৫ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৪৩ জন। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৪ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৭৪৯ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ১৫০ জন। মহামারি শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ৫৪৫ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬২৭ জনের। একই সময়ের মধ্যে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৪০৫ জন ও ১৫৮ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৯৫ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৬৬ লাখ ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭ হাজার ১৬৬ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ৩৮৭ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১২১ জনের।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ইরানে ৬৭ জন, তুরস্কে ১৮১ জন, পোল্যান্ডে ৫৩৭ জন, হাঙ্গেরিতে ১৯৫ জন, স্লোভাকিয়ায় ১০১ জন, ভিয়েতনামে ২৫২ জন ও মেক্সিকোতে করোনায় মারা গেছেন ৪৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।