ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৩:১৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অ্যাস্ট্রাজেনেকার টিকার সবচেয়ে বড় চালান এলো দেশে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব উদ্যোগ কোভ্যাক্স সুবিধার আওতায় টিকার সবচেয়ে বড় চালান বাংলাদেশে এসেছে।অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের ৮০ লাখ ৫৫ হাজার ৮০০ ডোজ টিকা পেয়েছে দেশ।

বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকার এই চালান হস্তান্তর করা হয়।এই টিকাগুলো দিয়েছে জাপান ও যুক্তরাজ্য ।

এর মধ্যে জাপান দিয়েছে ৪০ লাখ ৮০০টি আর যুক্তরাজ্য দিয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ডোজ।

টিকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন।

টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাপান আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই ভীষণ আস্থাভাজন বন্ধুরাষ্ট্র। অন্যদিকে ব্রিটিশ সরকারও যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের পাশে থাকে। দেশ দুটি থেকে পাওয়া এই টিকাগুলো করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদের আরও শক্তিশালী করবে।

মন্ত্রী বলেন, এখন আমাদের হাতে সাড়ে ৪ কোটি ডোজ ভ্যাকসিন আছে। চলতি মাসের ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু করব।