রাবি’র বিজ্ঞপ্তিতে ১৬ ডিসেম্বর ‘স্বাধীনতা দিবস’
রাবি প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫৪ এএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দিবসটিকে মহান ‘স্বাধীনতা দিবস’ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে এবং সকাল ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এমন ভুল মোটেও ঠিক নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আরেকজন সিনিয়র অধ্যাপক বলেন, ‘এই বছর এমন ভুল মোটেও ঠিক নয়। এ সব বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার জরুরি দায়িত্বপ্রাপ্তদের।’
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ বলেন, ‘এমনটি কীভাবে হয়েছে বুঝতে পারছি না। তবে এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’
