ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৩:১৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের।

করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস শনাক্তের হার ১ শতাংশের নিচে।

মারা যাওয়া চার জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে খুলনা বিভাগের ২ জন ও ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।