অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন প্লিসকোভা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ক্যারোলিনা প্লিসকোভা
অনুশীলনে হাতের হাড়ে চিড় ধরায় জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারছেন না উইম্বলডন ফাইনালিস্ট ক্যারোলিনা প্লিসকোভা। বিষয়টি নিশ্চিত করেছেন প্লিসকোভার স্বামী ও ম্যানেজার মিখায়েল হারডিলকা।
এক বিবৃতিতে হারডিলকা বলেন, ‘স্পেনে ট্রেনিং ক্যাম্পে ক্যারোলিনার এই দূর্ঘটনার শিকার হন। দূর্ভাগ্যবশত আগামী চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।’
এ সম্পর্কে ২৯ বছর বয়সী বিশ্বের ৪ নম্বর এই চেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘কিছুদিনের জন্য আমাকে কোর্টের বাইরে থাকতে হবে। তবে খারাপ লাগছে অস্ট্রেলিয়ায় আমার ফেবারিট টুর্নামেন্টে খেলতে পারছি না। কিছু কিছু দিন সকলের জন্যই খারাপ হয়ে দেখা দেয়। আজ আমার সেই দিন ছিল। কিন্তু আমার নিজের উপর আস্থা আছে। আশা করছি সময় মত সুস্থ হয়ে ফিরে আসতে পারবো।’
২০১৬ সালে ইউএস ওপেনের ফাইনালের পর এ বছর উইম্বলডনের ফাইনালে তিন সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টির কাছে পরাজিত হলে এখনো পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা পাওয়া হয়নি প্লিসকোভার। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলেছিলেন, এখন পর্যন্ত মেলবোর্নে এটাই তার সেরা পারফরমেন্সে। ২০১২ সালের ইউএস ওপেনের পর থেকে তিনি কোন গ্র্যান্ড স্ল্যামে অনুপস্থিত ছিলেন না।
