নারী চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৫ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তর নিয়নে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল নারী চ্যাম্পিয়ন্স লিগের নক আউ পর্বের ড্র।
ঘরের মাঠ ডি স্টিফানো স্টেডিয়ামে প্রথম লেগে রিয়ালের মেয়েদের বার্সার মুখোমুখি হওয়ার সম্ভাব্য তারিখ ২২-২৩ মার্চ। ৩০-৩১ মার্চ বার্সার মাঠে হবে ফিরতি লেগ।
কোয়ার্টার ফাইনালে বাকি তিন লাইনআপ হলো লিঁও বনাম জুভেন্টাস, আর্সেনাল বনাম উল্ফসবার্গ ও পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। ফরাসি ক্লাব লিঁও ইউরোপের অভিজাত এ টুর্নামেন্টে সাতবারের চ্যাম্পিয়ন।
সর্বশেষ সংস্করণের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পিএসজি ও বায়ার্ন মিউনিখ এবার শেষ আটে একে অপরের মুখোমুখি হবে।
এবারই প্রথমবারের মত গ্রুপ পর্বে ছয় ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। অন্যদিকে মাদ্রিদের মেয়েরা এবারই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে।
সেমিফাইনালের ড্র’ও একইসাথে অনুষ্ঠিত হয়েছে। রিয়াল-বার্সার মধ্যে বিজয়ী দল সেমিফাইনালে আর্সেনাল বনাম উল্ফসবার্গের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে। জুভেন্টাস-লিঁও ম্যাচের বিজয়ী দল অপর সেমিফাইনালে বায়ার্ন বনাম পিএসজির মধ্যকার জয়ী দলের বিপক্ষে লড়বে। সেমিফাইনাল প্রথম লেগের সম্ভাব্য তারিখ ২৩-২৪ এপ্রিল। ফিরতি লেগ ৩০ এপ্রিল ও ১ মে।
আগামী বছর মে মাসে জুভেন্টাসের মাঠ তুরিনে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।
