ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১:৩৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার কারণে এবারও বই উৎসব হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার কারণে এবারও বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে মৌসুমী প্রেস পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীরা সব নতুন বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে।

ত্রুটি পাওয়া বইগুলো বাতিল করে দেওয়া হচ্ছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, বইয়ের মান যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আংশিকভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। যখন শিক্ষার্থীর বই পাওয়ার কথা সে সময় শিক্ষার্থীরা বই পাবে। এতে কোনও রকম সমস্যা হবে না।’ 

তিনি বলেন, বই ছাপার কাজ শেষ হয়েছে। এনসিটিবির পক্ষ থেকে সপ্তাহে দুই দিন প্রেস পরিদর্শনে আসে। ২০০টি প্রেসে কাজ চলছে , ১৫৮টি মাধ্যমিকের আর ৪২টি প্রাথমিকের বই ছাপছে। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু বলেন, নিম্নমানের বই দিলে সরবরাহকারী মূদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি ক্লাস শুরু করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি।  আমরা ইউরোপ, আমেরিকায় দেখছি ব্যাপকভাবে ওমিক্রন  ছড়াচ্ছে। আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়ে মার্চ মাসে। কাজেই মার্চ মাস না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না আমরা নিরাপদ অবস্থায় আছি কি না।