আগামীকাল নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪০ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১০:৪২ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার গণভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ দল।
দলের এ সাফল্যে প্রধানমন্ত্রী আগামীকাল মেয়েদের গণভবনে সংবর্ধনা দেবেন। পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকার করে চেক।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হবে। আগামীকালই এই সংবর্ধনা অনুষ্ঠান। তাই আমরা সব খেলোয়াড় ও কর্মকর্তাকে ঢাকায় আসতে বলেছি।’
এ ব্যাপারে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘আমাদের জন্য খুবই খুশির খবর প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। তিনি ফুটবলকে খুবই ভালোবাসেন।’
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ ফুটবলাদের চরম হতাশার মাঝে এই সাফল্য দেশের ফুটবলে নতুন একটি মাত্রা যোগ করেছে।
