ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১:২০:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৪২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার জানানো হয়েছিল করোনায় তার আগের ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু এবং ৩৮২ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। শনাক্তের হার ২ দশমিক শূন্য ২ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। তিনি সিলেট বিভাগের।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।