রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৪ এএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।
ওই নারীর পরনে ছিল লাল ও কমলা রঙের সালোয়ার-কামিজ।
