কেকেআর-এ মহিলা ‘কোচ’!
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
নিজের জনপ্রিয় টক শো ‘টেড টকস’ নিয়ে বেশ প্রশংসিত শাহরুখ খান। ‘টক শো’-এর আইডিয়া ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। নিজের এই শো-তে প্রতি এপিসোডে নতুন নতুন অতিথিদের আমন্ত্রণ জানান। আসন্ন এই ‘শো’-এর এপিসোডে দেখা যাবে ভারতিয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে।
প্রতি রোববার এই শো সম্প্রচারিত হয় বেসরকারি একটি চ্যানেলে। তবে মিতালি রাজের ‘শো’-এর কিছু অংশ আগেই প্রকাশ পেয়ে গেছে।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মিতালি রাজ গত বছর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হয়েছিলেন। পিছনে ফেলে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে (৫৯৯২ রান)। মিতালি যখন ‘শো’-এ আসেন, তখন শাহরুখ প্রশংসা করেন তারকা ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য। মিতালির ক্রিকেট স্কিলের প্রশংসা করে ‘কিং খান’ তাঁকে নাইট রাইডার্সের কোচ হওয়ারও প্রস্তাব দেন।
বলিউডের বাদশা সটান বলে দেন, ‘‘আমি চাই আপনি আমার দল কেকেআর-এর কোচ হন।’’ যা শুনে মিতালি সটান বলে দেন, ‘‘যদি এটা হয়, তাহলে নিজেকে উজাড় করে দেব।’’
এক জাতীয় প্রচারমাধ্যমের দাবি অনুযায়ী, নিজের লড়াইয়ের কথা শাহরুখের কাছে ব্যক্ত করেছেন মিতালি। পুরুষ শাসিত সমাজে মহিলা ক্রিকেটার হওয়ার কড়া চ্যালেঞ্জ সামলে বিশ্বকাপের ফাইনালে ওঠার অভিজ্ঞতা শোনান বাজিগরকে।
সূত্র বলছে, শুধুমাত্র শুটিংয়ের সময়ই নয়, ক্যামেরা বন্ধ করার পরেও মিতালির অভিজ্ঞতা মন দিয়ে শোনেন শাহরুখ।
