ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:৪৮:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জিয়া অরফানেজ মামলা

খালেদা জিয়ার যুক্তিতর্ক ফের ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১১ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সপ্তম দিনের মতো নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী যুক্তি উপস্থাপন করেন। দুপুরের পর মামলার মুলতবি দিয়ে বিচারক বিশেষ জজ ড. আখতারুজ্জামান আগামী ১০-১১ জানুয়ারি নতুন দিন দেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী দুপুর পৌনে ১২টার দিকে আদালতে পৌঁছান। তারপরই যুক্তিতর্ক তুলে ধরেন তার আইনজীবী।

শুনানি শেষে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার ষষ্ঠ দিনের মতো এ মামলার শুনানি শেষে আদালত আজ সকাল পর্যন্ত মুলতবি করে দেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।