ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৭:২০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শোয়েব আখতারের মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মা মারা গেছেন। রোববার ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, 'আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।'

পাকিস্তানি সংবাদমাধ্যম 'জি নিউজ'-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরানো হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত শোয়েব। আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন।