হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, বড়দিন উৎসব উপলক্ষে একদিন বন্ধের পর আজ সকাল থেকে ভারত থেকে এবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম চালু হয়েছে।
তিনি আরও জানান, সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক এবন্দরে প্রবেশ করছে এবং তা আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে বিভিন্নস্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
