ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২৩:২৪:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২৮ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৫ জন।

সোমবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯৬ হাজার ৩৮৪ জন এবং মৃত্যু ৫২ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৬৮ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৭২১ জন। ফ্রান্সে আক্রান্ত ২৭ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু ৯৬ জন। তুরস্কে আক্রান্ত ২০ হাজার ১৩৮ জন এবং মৃত্যু ১৭৩ জন। ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ৮৮৩ জন এবং মৃত্যু ৮১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।