রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
গ্যাস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানীর হাতিরপুল-সেন্ট্রাল রোডসহ আশেপাশের এলাকায় আজ সোমবার (২৭ ডিসেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৭ ডিসেম্বর) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস জানায়, সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।
তিতাস জানায়, গ্যাস বিতরণ লাইনের প্রতিস্থাপন কাজের জন্য চার ঘণ্টা নর্থ সার্কুলার রোড, ভুতের গলি, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।
