রাজধানীর শ্রেণিকক্ষে ছাত্রীর মায়ের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
রাজধানীর একটি স্কুলের শ্রেণিকক্ষে পারভীন বেগম (৪৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার ছোট মেয়ে ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে পুরান ঢাকায় ‘আহামেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের’ একটি কক্ষে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন কর্মচারীরা।
পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, পারভীনের মৃত্যুটি রহস্যজনক। তাকে হত্যা করা হয়েছে নাকি বিষপানে মারা গেছেন, তা নিশ্চিত হতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। লাশের পাশেই একটি কাগজ পাওয়া গেছে, যাতে পারভীনের নাম-ঠিকানা লেখা রয়েছে। ওই কাগজ অনুযায়ী তার বাসা পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায়।
এদিকে রাতে স্কুলের সব গেট বন্ধ থাকে বলে জানিয়েছে স্কুলটির নিরাপত্তাকর্মী আবদুল গাফফার।
জানা গেছে, পারভীনের স্বামী আব্দুল বাসেত কয়েক বছর আগে মারা গেছেন। তবে ঘটনাস্থলে তার সন্তানেরাসহ অন্য স্বজনেরা এসেছেন। তাৎক্ষণিকভাবে কেউ মুখ খুলতে রাজি হননি।
