নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে গেল বেপরোয়া এনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের বাসটি মহাখালী ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে অপর পাশের মাইক্রোবাসের ওপর উঠে যায়।
ঘটনাস্থল থেকে বাস ও মাইক্রোবাস সরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
