শেনঝেন টেনিসের সেমিতে শারাপোভা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
চীনের শেনঝেন ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন রুশ গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম ওপেন জয়ী শারাপোভা কাজাখস্তানের জরিনা ডায়াজকে ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে ওঠেন।
৯০ মিনিটের এক দ্বৈরথে জয় পাওয়া শারাপোভাকে ফাইনালের টিকিট পেতে লড়তে হবে ক্যাটরিনা সিনিয়াকোভা ও ক্রিস্টিনা প্লিসকোভার মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে।
কোনো অঘটন না হলে ফাইনালে বর্তমান বিশ্বসেরা সিমোনা হালেপের সামনে পড়বেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান শারাপোভা। যিনি বেলারুশের ১৯ বছর বয়সী আরিনা সাবালেঙ্কাকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।
খেলা শেষে শারাপোভা বলেন, আমার সেরাটা আজ খেলতে না পারলেও জয় পাওয়াতে বেশ খুশি। নিশ্চয়ই পরের ম্যাচে আরও ভালো খেলার চেষ্টা থাকবে।
এটি শেনজেন ওপেনের ষষ্ঠ আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনিয়াকোভা। এবার সেমিতে শারাপোভা চ্যালেঞ্জের সামনে তিনি। ২০১৫ সালে শিরোপা জিতেছিলেন হালেপ।
