কুকুর ও নারী একই থালায় খাবার খাচ্ছে! ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
কুকুরের সঙ্গে একই থালায় খাবার খাচ্ছেন ভবঘুরে মহিলা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
একই থালায় কুকুরের সঙ্গে খাবার খাচ্ছেন এক নারী! এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল ভারতের পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ষ্টেশন সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসন ও বিধায়ক সেই নারীর খোঁজখবর নিয়েছেন। তার পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন বিধায়ক।
পূর্বস্থলী ষ্টেশন সংলগ্ন এলাকায় ঘুরে বেরাতেন ওই নারী। খাওয়াদাওয়া বলতে যখন যা পেতেন, তাই। নেই মাথা গোঁজার ঠাঁই।
সম্প্রতি কুকুরের সঙ্গে একই পাতে তার খাবার খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় তার খোঁজ। খোঁজ মিলতেই তার কাছে সরাসরি হাজির হন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচি, আইসি সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়, বিএমওএইচ ডাঃ প্রশান্ত সরকার। এরপরই ওই নারী ও স্থানীয় মানুষজনের সঙ্গে তারা কথাও বলেন।
এরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ-প্রশাসন ও বিধায়ক ওই নারীর থাকার অস্থায়ী ব্যবস্থা করে। তার খাওয়াদাওয়ায় যাতে কোন প্রকার অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন।
ডাঃ প্রশান্ত সরকার বলেন, ওই নারীর মানসিক সমস্যা রয়েছে। কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। কাউন্সিলিং করে ওনার মানসিক চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ওই নারীর থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে।
