ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৬:১২:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও রোড ডিভাইডারে উঠে গেল বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে রোড ডিভাইডার ভেঙে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।


বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় আহতদের ঢাকা মেডিকেলে নেওয়ার পর একজন মারা গেছেন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)। 
 
\