সাইকেলে চেপে বিশ্বজয় বেদাঙ্গীর
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
বেদাঙ্গী কুলকার্নি। পড়াশোনার পাশাপাশি তার একটাই ‘প্যাশন’— সাইকেল চালিয়ে বিশ্ব জয় করা। আর সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত। প্রতিদিন প্রায় ৩২০ কিলোমিটার সাইক্লিং করছেন তিনি।
খারদুংলা—ভারতের লাদাখ পর্বতমালার সবচেয়ে ভয়াবহ গিরিখাত। বলা হয় পৃথিবীর উচ্চতম পাস এটি, যেখানে গাড়ি চলাচল করে। আর সেই পথেই কি না সাইকেল চালিয়ে ৫৩৮০ কিলোমিটার পথ অতিক্রম করেন এই অষ্টাদশী!
চলতি বছরের জুন মাসেই বিশ্ব পরিক্রমা করার জন্য বেরিয়ে পড়বেন বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন বেদাঙ্গী। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, সব ঠিকঠাক থাকলে, মাত্র ১৩০ দিনে ২৯০০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন তিনি।
পুণের বাসিন্দা, বেদাঙ্গী বর্তমানে থাকেন যুক্তরাজ্যে। সেখানের বোর্নমাউথ ইউনিভারসিটি-তে স্পোর্টস ম্যানেজমেন্ট-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি।
এর আগে, যুক্তরাজ্যের বোর্নমাউথ থেকে জন ও’গ্রোটস পর্যন্ত, ১৯০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন বেদাঙ্গী কুলকার্নি।
