ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫০ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ খুব বেশি রান করতে দেয়নি নিউজিল্যান্ডকে। পরে ব্যাটিংয়ে ভালো শুরু করেছে টাইগাররা।
শনিবার ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ড ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল। আজ ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয়েছে কিউইরা।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩১ ওভার শেষে ১ উইকেটে ৭০ রান। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ২২ রান করে। তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় খেলছেন ৩২ রান নিয়ে। তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত অপরাজিত ১২ রানে।
