ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৯:৩৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাবির ২২৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রযুক্তি ফেলোশিপ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

উচ্চশিক্ষায় গবেষণা সহায়তা প্রকল্পের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২৮ শিক্ষার্থী।

রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞানে তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৪৪৬ শিক্ষার্থী। এদের মধ্যে ৮০ শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন হচ্ছে।

জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭১ শিক্ষার্থীর মধ্যে রাবির ৭২ শিক্ষার্থী, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৭ শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮ শিক্ষার্থীর মধ্যে রাবির ৯৫ জন এ ফেলোশিপ পাচ্ছেন।

এছাড়াও নবায়নকৃত শিক্ষার্থীদের ৮০ জনের মধ্যে রাবির ১২ জন শিক্ষার্থী স্থান পেয়েছে। এর আগে গত বছর রাবির ২৯৩ শিক্ষার্থী এ ফেলোশিপ লাভ করেন।

ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক (১ম বর্ষ ৬৮ হাজার ৪০০ টাকা, ২য় বর্ষ ৯৯ হাজার টাকা) এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ অনুদান প্রদান করা হয়।