ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৯:১৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় থাকা ঘাটতি পূরণই এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। করোনা সংক্রমনের উর্ধ্বগতির কারণে মার্চ পর্যন্ত পুরোপুরি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে না।

এ সময় দীপু মনি বলেন, খুব শিগগিরই সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।