ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৬:৫৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঐতিহাসিক জয়ে বোনাস পাচ্ছেন টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পুরস্কার পাচ্ছেন মুমিনুল হকরা। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফদের বিশেষ বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে ইবাদত হোসেন-তাসকিন আহমেদের দায়িত্বশীল বোলিংয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

টেস্টের অভিজাত ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সুখবর পেলেন টাইগাররা। মুমিনুল হক সৌরভের নেতৃত্বাধীন দলের এমন কৃর্তীতে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট বোর্ড। তাই অতীতের মতো এবারও পুরস্কার ঘোষণা করবে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সভাপতি নাজমুল হাসান পাপন খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। সবাই বোনাস চাচ্ছিল। সেটা তো থাকবেই। উইনিং বোনাস সবসময় পাবে তারা। টেস্ট সিরিজ শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতার পর টাইগারদের পুরস্কৃত করেছিল বিসিবি। 

তবে এবার সাধারণ বোনাসের পাশাপাশি বাড়তি বোনাসও দেওয়া হতে পারে। বিসিসি সভাপতি দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জালাল ইউনুস।