ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৯:৩৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘সিনেমাটিক স্টাইলে’ রাবি ছাত্রীর ব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন তাছনিমা খানম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থী। 

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ৫০ গজ দূরে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত রিকশা থেকে সিনেমাটিক স্টাইলে ওই শিক্ষার্থীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী।

তাছনিমা খানম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 
তাছনিমা খানম জানান, মন্ডলের মোড় থেকে রিকশা নিয়ে তিনি রাজশাহী রেলস্টেশনে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পার হওয়ার পর মোটরসাইকেল আরোহী দুইজন চলন্ত রিকশা থেকে তার ব্যাগ টান দেয়। ব্যাগ না ছাড়লে তার হাত ধরেও টান দেয়। টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গেলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

তাছনিমা খানম আরও বলেন, ব্যাগে আমার মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। মতিহার থানাকেও অবহিত করেছি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আমি এখন থানার বাইরে আছি। এ ব্যাপারে কিছুই জানি না।

এর আগে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) ও সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন।