ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৯:৫০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুলিশ সদস্যের হাতে তরুণী ধর্ষণ : মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশ কনস্টেবলের হাতে তরুণী ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ওই তরুণীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

রোববার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে মহিলা পরিষদ বলে, সংবাদ মাধ্যমে জানা যায়, নোয়াখালীতে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারে পুলিশ কনস্টেবল কর্তৃক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের এমন নৈতিক স্খলন ও থানা কম্পাউন্ডে সংগঠিত এ ঘটনা জনসাধারণের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। যা নারীদের স্বাধীন ও নিরাপদ চলাচলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ মহিলা পরিষদ উক্ত ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় এবং পুলিশ সদস্যসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সূত্র এএনআই