সু চির মামলার রায় আজ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৭ এএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলার রায় আজ ঘোষণা হবে বলে জানিয়েছেন ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রায় ঘোষণা হবে জান্তার আদালতে। সবগুলো রায় সু চির বিরুদ্ধে গেলে কয়েক দশক তাকে কারাগারে কাটাতে হতে পারে।
গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় তখন অবৈধ ওয়াকি-টকি পাওয়ার অভিযোগ ওঠে। তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করে কোনও ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে বলে জানা যায়। এই মামলার রায় ঘোষণা একাধিক বার পিছিয়ে সোমবার ধার্য করেন বিচারক। সূত্র বলছে, রায় মিয়ানমারের নেত্রীর বিরুদ্ধে গেলে কমপক্ষে ৬ বছর কারাভোগ করতে হতে পারে।
