ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১০:৫৬:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধু ম্যারাথনে পদক জিতলেন যারা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২১ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরিতে। এরমধ্যে বাংলাদেশের হয়ে হাফ পুরুষ ম্যারাথনে প্রথম হয়েছেন আল আমিন। দ্বিতীয় সোহেল রানা এবং ও তৃতীয় স্থান আল আমিনের। এদিকে হাফ মহিলা ক্যাটাগড়িতে বাংলাদেশের শামসুন নাহার রত্মা প্রথম, লিবিয়া আক্তার দ্বিতীয় এবং নাসরিন বেগম তৃতীয় হয়েছেন। আর পরিচিত অ্যাথলেট সুস্মিতা ঘোষ হয়েছেন চতুর্থ।

ম্যারাথন বাংলাদেশি পুরুষ ক্যাটাগরিতে আসিফ বিশ্বাস ২ ঘণ্টা ৩৫ মিনিট ১২ সেকেন্ড নিয়ে প্রথম, ফরিদ মিয়া ২ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং কামরুল হাসান ২ ঘণ্টা ৪১ মিনিট ৪৪ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন। ম্যারাথন বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে পাপিয়া খাতুন ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড নিয়ে প্রথম, নার্গিস জাহান ৪ ঘণ্টা ২১ মিনিট নিয়ে দ্বিতীয় এবং সুলতানা খাতুন ৪ ঘন্টা ২২ মিনিট নিয়ে তৃতীয় হন।

ম্যারাথন সাফ পুরুষ ক্যাটাগরিতে ভারতের শ্রিনু ২ ঘন্টা ১৬ মিনিট ২৬ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ভারতের অর্জুন ও বেলিয়াপ্পা। ম্যারাথন আন্তর্জাতিক এলিট পুরুষ ক্যাটাগরিতে কেনিয়ার ভিসেন্ট ২ ঘন্টা ৯ মিনিট ২৯ সেকেন্ড নিয়ে প্রথম। মরক্কোর ওমর তার চেয়ে মাত্র ০.২০ সেকেন্ড বেশি টাইমিং করে দ্বিতীয় হয়েছেন। এই ইভেন্টে তৃতীয় ইথিওপিয়ার আব্রাহা।

ম্যারাথন আন্তর্জাতিক এলিট মহিলা ক্যাটাগরিতে ইথিওপিয়ার মুলিয়ে ২ ঘন্টা ৩১ মিনিট ৩৯ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন। এই ইভেন্টে মরক্কোর সওদ দ্বিতীয় এবং কেনিয়ার হেলেন তৃতীয় হয়েছেন। হাফ ম্যারাথন আন্তর্জাতিক পুরুষ ক্যাটাগরিতে কেনিয়ার কিলমো এক ঘন্টা ৪ মিনিট ৭ সেকেন্ড নিয়ে প্রথম। বাহরাইনের জাকি ১ ঘন্টা ৫ মিনিট ৪৭ সেকেন্ড নিয়ে দ্বিতীয় ও স্লোভাকিয়া