ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:৫০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওমিক্রনের তিনটি নতুন উপসর্গ জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনার নয়া রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা সারাবিশ্বে বেড়ে চলেছে প্রতিদিন। তবে উপসর্গগুলি তুলনামূলকভাবে কম সক্রিয় হওয়ায় আগের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম। তবে ওমিক্রনের কোনও একটিও উপসর্গ দেখা দিলে একেবারে হালকা ভাবে নেবেন না।

ওমিক্রনের সাধারণ লক্ষণগুলি কী কী: আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন অ্যানালাইসিস’এর অনুসারে, কাশি, অত্যধিক ক্লান্তি, নাক বন্ধ এবং নাক দিয়ে পানি পড়া ওমিক্রন রূপের সাধারণ উপসর্গ। এছাড়াও হালকা জ্বর, ঘামাচি, শরীরে ব্যথা,অতিরিক্ত ঘামও ওমিক্রনের উপসর্গ।

লন্ডনের কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেক্টর একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত রোগীদের বমি বমি ভাব, বমি হওয়া, খিদে হ্রাস পাওয়ার মতো উপসর্গও দেখা দিচ্ছে।

এ ছাড়াও ওমিক্রনের আরও কয়েকটি নতুন উপসর্গ সামনে এসেছে যেগুলি আপাতদৃষ্টিতে মনে হতে পারে শীতকালীন ঠান্ডা লাগার কারণে হচ্ছে। কিন্তু এগুলিও হতে পারে ওমিক্রন সংক্রমণের ইঙ্গিত-

১) গলা চুলকানো বা গলা জ্বালা ভাব।

২) মাথা ব্যথা।

৩) ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া।

উপরের কোনও একটি বা দুটি বা ততোধিক উপসর্গ আপনার মধ্যে দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে অতি অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নিন। ফলাফল পজিটিভ এলে নিভৃতবাসে থাকুন।