করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ১১.৬৮
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার
পুরোনো ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি এ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১১১ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১৬ জন। নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু এবং ২ হাজার ৪৫৮ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
