ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৫:২৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুরুতেই শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড  করা হয়েছে দিনাজপুরে ১৮ মিলিমিটার। রাতের তাপমাত্রা আগামী কয়েক দিন ক্রমান্বয়ে হ্রাস পাবে। চলতি জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুরুতেই একটি শৈত্যপ্রবাহ আসতে পারে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

দিনাজপুরে আজকের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।  আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তোফাজ্জাল হোসেন জানান, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। এছাড়া সৈয়দপুর ১৩.৫, রংপুর ১৫.৫, নওগাঁয় ১৩.৮,  শ্রীমঙ্গল ১৫.৮, যশোরে ১৪.৮, চুয়াডাঙ্গায় ১৪.৬, তেঁতুলিয়ায় ১৪.৩  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, আজও দেশের আকাশে কোন কোন স্থানে মেঘ রয়েছে। যার কারণে দেশের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা সহ দেশের বেশ কিছু স্থানে হালকা বৃষ্টি হয়েছে।