ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৭:০৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত দুই দিনের বৃষ্টির কারণে আবারও জেঁকে বসেছে শীত। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাস। বিপাকে পড়েছে দরিদ্র ও নিম্ন-আয়ের মানুষ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোদের দেখা মেলেনি।

রফিক নামে এক রিকশাচালক জানান, গত দুদিন আগে সকাল হলে রোদের দেখা মিলত; যার জন্য সকাল সকাল কাজে যেতে পারতাম। আজ শীত বেশি। সেজন্য কাজে যেতে পারিনি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানান, আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দিনাজপুরে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কি